বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সকল প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাকিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার,বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, ভোটারগনের ভোট প্রয়োগ করতে এবং অবাধ শান্তিপূর্ণ নির্বানের জন্য ৯ ওয়ার্ডে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি বা প্রশাসনের ব্যক্তিবর্গ রাখার দাবী জানিয়েছেন তারা। এসময় অতিথিরা বক্তব্য বলেন, এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরেপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সকল প্রার্থীদের সহযোগীতা প্রয়োজন। তবে কোন প্রার্থী নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে প্রার্থীতা বাতিল হবে। এখানে নির্বাহী ম্যাজিষ্ট্যাট থাকবেন। নির্বাচনের আগে অর্থাৎ ২৭ নভেম্বর মধ্য রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত ওই এলাকায় কোন বহিরাগত, বা অন্য এলাকার কোন মানুষ অথবা মোটর গাড়ী নিয়ে যাতায়াত করা কিংবা থাকতে পারবেন না। তারা চলে যেতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে সে বিষয়ে নজর রাখতে হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত