বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম সোহেল (৩৫)।
এসময় তার নিকট হতে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার সময় চাঁদপাশার ডিক্রিরচর জোড়া পোল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক ওই যুবক বাবুগঞ্জ উপজেলার ৪ নং চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের হাকিম মাষ্টারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এস আই রায়হানুর রহমানের নেতৃত্বে এ এস আই জব্বার, এ এস আই আবু সালেহ্, এ এস আই আউয়ালসহ পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে জোড়া পোল নামক স্থান থেকে সোহেলকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। স্থানীয়রা জানায়, সোহেল দীর্ঘদিন যাবৎ মুদী দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত