বাবুগঞ্জ প্রতিনিধি: প্রথমবার মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক আল আমিন সিকদার। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডের ৫ জন প্রার্থীর মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ঠ হলেও প্রচারনায় সারা জাগিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, আল আমিন সিকদারের মোরগ প্রতীকের সাথেই অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে। ঘটকেরচর, ডিক্ররচর, শ্রীমন্তর রায় ও বাসগাড়ী গ্রামের ভোটারদের মধ্যে প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান ক্রমশই শক্ত করে তুলছেন এই প্রার্থী।
শনিবার সন্ধ্যায় ডিক্রিরচর গ্রামে ৪ শতাধীক লোকের সমাগম ঘটিয়ে মোরগ প্রতীকের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। এসময় প্রার্থীর বড় ভাই পলাশ সিকদার বলেন, আমার ভাই আল আমিন সিকদারকে মোরগ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে সরকারের বরাদ্দকৃত ভাতার জন্য টাকা লাগবে না। ওয়ার্ডবাসীর জন্ম নিবন্ধনের সরকারি ফি আমরা নিজ তহবিল থেকে বহন করবো। উন্নয়নমূলক বরাদ্দ সুষম বণ্টন করবো।
বৈঠকে প্রার্থী আল আমিন সিকদার মোরগ প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ চেয়েছেন ওয়ার্ডবাসীর কাছে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত