আল আমিন,বাবুগঞ্জ: আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বাবুগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিং প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান , মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”।
আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম গৃহসহ ঘর প্রদানের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার আশ্রয়ণ ২ প্রকল্প ৩য় পর্যায়েবা বাবুগঞ্জে মোট ৯৪ টি পরিবারের জন্য ঘর তৈরি করা হচ্ছে।এর মধ্যে ৩৭টি পরিবারের নিকট ঘর হস্তান্তর উদ্বোধন করা হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত