বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বনবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম চরিত্রের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভারতের নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দল’র ফাঁসির দাবীতে বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার ( ১৭ জুন ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। জাতীয় ইমাম সমিতি ও স্থানীয় মুসল্লীদের উদ্যোগে আয়োজিত মিছিলটি স্টিমারঘাট বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইমাম সমিতির কেদারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সিকান্দার আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুদ মৃধা, কেদারপুর ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আঃ কাদের মাল, জাতীয় ইমাম সমিতির নেতা মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা এবায়দুল্লাহ সহ কেদারপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত