আল আমিন,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা এলজিইডি এর আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আমীনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান,কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরু আলম, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আপু কাজী, সহকারী প্রকৌশলী অরুন কুমার সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুলাই থেকে শুরু করে আগামী ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত