বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কতৃক মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) বরিশালের বাবুগঞ্জে ৫৭ টি পরিবাবকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর জেনারেল ম্যানেজার মিদুল কান্তি চাকমা । এসময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ারের হোসেন ঢ়ারী, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি দেলোয়াল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন,সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বাবুগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর আগে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ঘর উদ্বোধনের অনুষ্ঠান বিটিভি এর মাধ্যমে উপভোগ করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত