বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) এর সহায়সম্বলহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ও এসডিএফের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক।
মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপত্বিতে ও মাধবপাশা ক্লাষ্টার লিজা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাষ্টার অফিসার কৃষিবিদ ইমাম মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিএফ বরিশাল জেলা ব্যবস্থাক মোঃ আজাদুর রহমান, মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার ।
এসময় আরো উপস্থিত ছিলেন এসডিএফ এর কর্মকর্তা আতিউর রহমান, মোঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মাহাবুর রহমান সিকদার, মোহাম্মাদ আলী, খলিলুর রহমান, নারী ইউপি সদস্য রেখাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এসডিএফ এর বিভিন্ন পার্যায়ের কর্মকর্তারা ।
এসময় উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা ক্লাস্টারের অন্তর্ভুক্ত ৮টি গ্রামের মোট ৩১৮ জন সহায়সম্বলহীনদের মাঝে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোট ২৮ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করেন।
প্রকল্পভুক্ত অতিদরিদ্র সদস্যদের মাঝে এককালীন ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করা হয় ।