বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে সরকারি বিএম কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার রিপা আক্তার ও তার দাদী শাশুড়ির পরিকল্পিতভাবে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ মে) দুপুর দুইটার দিকে বরিশাল সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সড়কের সামনে বিএম কলেজের শিক্ষার্থীরা ও নিহতের স্বজনরা এ মানবন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলা কালীন সময়ে নিহত রিপার পরিবার ও শিক্ষার্থী ছাড়াও প্রায় শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে নিহত রিপা আক্তারের বাবা মোহাম্মদ শাজাহান খান বলেন, বিয়ের কিছু দিন থেকেই সোলায়মান (সোহাগ) যৌতুকের জন্য আমার মেয়েকে জ¦ালা-যন্তনা মারধর শুর করে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। মৃত্যুও কিছুদিন আগেও রিপা আমাকে বলেছিলো সোলায়মান বিদাশ যাবে তার জন্য টাকা লাগবে। আমি সেই টাকা না দেওয়ায় সোলায়মান ও তার মা মিনারা বেগম আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচারের দাবি করছি তাদের ফাঁসি চাই। নিহত রিপার চাচা জাকির হোসেন বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত সোলায়মান ও তার মা মিনার বেগমকে আটক করার কয়েক মাস পর জামিনে বের হয় তারা। বের হয়ে আসামি সোলেমান আমাদের পরিবারকে হত্যার হুমকি প্রদান করে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে েেসালায়মানের সঠিক বিচার চাই। বিএম কলেজের শিক্ষার্থী ফারিয়া বলেন,সরকারের দৃষ্টি আকর্ষন করে বলছি। যদি এই হত্যার সঠিক বিচার না পাওয়া যায়। তাহলে আমারাও এই হত্যাকান্ডের শিকার হতে পারি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি সোলায়মানের ফাঁসি চাই এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। মানববন্ধনে অন্যন্যারদের মধ্যে বক্তব্য রাখেন, বিএম কলেজের শিক্ষার্থী মোঃ মোনা, রাইয়ান, হালিম, মোঃ ছাওন, নিহত রিপার বোন মাহিনুর আক্তার শিক্ষা, মোঃ লিটন হাওলাদার প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, যৌতুকের কারণে রিপাকে হত্যা করেছে তার স্বামী সোলায়মান ও তার পরিবারের সদস্যরা। হত্যাকারিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তারা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত