DailyBarishalerProhor.Com | logo

২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের বাধায় তিনবার স্থান পরিবর্তন করে যুবদলের কর্মী সভা

প্রকাশিত : মে ২৩, ২০২৩, ১৬:০৭

বাবুগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের বাধায় তিনবার স্থান পরিবর্তন করে যুবদলের কর্মী সভা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সাংগঠনিক গতিশীলতা ও ইউনিট কমিটি পূর্ণ গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে বাধা দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।

এসময় যুবদলের এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন যুবদলের নেতারা। নির্ধারিত স্থান সভা বাধা প্রদান করলে তিনবার স্থান পরিবর্তন করে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ৫নং তিলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ যুবদলের কর্মী সভা কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করলে সভাটি বন্ধ করা হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের স্থান থেকে সরে যেতে বলেন পুলিশ।

পরে স্থান পরিবর্তন করে বারোকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবদলের কর্মী সভা করা হয়।

বিএনপির নেতাকর্মীদের দাবি, সোমবার সাংগঠনিক গতিশীলতা ও ইউনিট কমিটি পূর্ণ গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্ধারিত সময় অনুযায়ী বিকালে সভায় যোগ দিতে ওই এলাকায় যুবদলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

খবর পেয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মী-সমর্থক বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় কেদারপুর ইউনিয়ন যুবদল নেতা রতন মৃধাকে মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ ঘটনার পর যুবদলের ওই সভা পন্ড হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রকিবুল হাসান খান বলেন, কর্মী সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে জন্য নির্ধারিত স্থান ছিলো তিলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

কিন্তু হঠাত করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের নেতাকর্মীদের সভা করতে বাধা দেয়। এসময় আমাদের কর্মীদের মারধর করেন। পরে পুলিশের অনুরোধে সভাটি ওই স্থানে না করে অন্য স্থানে করা হয়।

এ ব্যাপারে আগরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান বলেন, সোমবার কেন্দ্র কর্মসূচি পালন করার লক্ষ্যে আমাদের নেতা কর্মীরা ওই স্থানে জড়ো হয়েছিলো। এই স্থানে যুবদলের সভা আছে কি না বিষয়ে আমরা কিছু জানি না। যুবদল আমাদের কিছু জানায়নি।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, যুবদল ও যুবলীগের একই স্থানে সভা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।