বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি\ বরিশালের বাবুগঞ্জে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১.০০ টায় মেলার শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে কৃষকদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসে সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপত্বিতে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, উপজেলা ওয়ারর্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন,উপজেলা কৃষকলীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা ওয়ারর্কার্স পার্টির সাধারন সম্পাদক শাহিন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরুজ সিকদার, তারিকুল ইসলাম তারেক,ওমর, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অতিক প্রমুখ। তিনদিন ব্যাপী এ কৃষি মেলায় প্রায় ১২টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত