DailyBarishalerProhor.Com | logo

২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু পরের উপর নির্ভরশীল ছিলেন না–গোলাম কিবরিয়া টিপু (এমপি)

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৩, ১৮:৩৪

বঙ্গবন্ধু পরের উপর নির্ভরশীল ছিলেন না–গোলাম কিবরিয়া টিপু (এমপি)

আল-আমিন,বাবুগঞ্জ ঃ বরিশাল-৩(বাবুগঞ্জ-মূলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বেেলছেন বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন নেতৃত্ব দেবেন ততো দিন দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস কোন ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের জনগন যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। বঙ্গবন্ধুর মনটা ছিলো পাহাড়ের মতো উঁচু আর সাগরের মতো বিশাল। তিনি ছিলের উদার মনের মানুষ। বঙ্গবন্ধুর মতো আর কোন মানুষ এদেশে জন্ম নিবেনা এবং আসবে না। বঙ্গবন্ধু কোন দিন অন্য দেশের উপর নির্ভরশীল ছিলেন না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও কোন দেশের উপরে নির্ভরশীল না। তিনি বিশ্বের পরাশক্তির উপরে চোখে চোখ রেখে কথা বলেন। আমরা অনেক সময় বক্তব্যে শুনি বাংলাদেশ অন্য দেশের উপরে নির্ভরশীল, অন্য দেশ ছাড়া চলতে পারে না এই কথা ঠিক না। আমাদের দেশে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত, আমরা আমাদের উপরে নির্ভরশীল। বঙ্গবন্ধুর বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ দেশের মাটিতে সোনালি ফসল ফলে। আমাদের কোন অভাব নেই। আমরা এক নেতৃত্বের উপরে বিশ্বাস রাখবো। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। শেখ হাসিনা চতুর্থ বারের মতো আবার প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। শুক্রবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন ও সাইফুর রহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, সহ সভাপতি মোস্তফা কামাল চিশতী, দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম হোসেন, বাবুগঞ্জ থানার ওসি(তদন্ত) অলিউল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমন্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইস এম জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল প্রমূখ। উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, প্রচার সম্পাদক মোসতাক আহম্মেদ রিপন, সহ প্রচার সম্পাদক শামীম খান, ছাত্রলীগ নেতা ফায়জুল হক, জহিরুল ইসলাম মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তার হোসেন খোকা, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল রাজন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন রাসেল, শাহাবউদ্দিন বাচ্চু, প্রচার সম্পাদক মহিবুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য আক্তার হোসেন, মোহাম্মদ আলী, সহযোগী সদস্য কাওছার মাহাম্মুদ মুন্না, রুবেল সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। অনুষ্ঠানে দোয়া মোনাজত পরিবেশন করেন বাবুগঞ্জ পাইলট সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।