বাবুগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
সোমবার(১৭ সেপ্টেম্বর) দিবসটি ঘিরে ইউনিয়ন পরিষদ চত্বরে জনগন ও জনপ্রতিনিধিদের মিলন মেলায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও উন্নয়ন চিত্রের প্রর্দশনের মধ্যদিয়ে দিবস ঘটা করে পালন করে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, ইউপি সদস্য জাকির হোসেন, হালিম হাওলাদার, তাওহীদ হোসেন, জসিম উদ্দিন, মামুন হোসেন, বিলকিস বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জনগনের সেবা নিশ্চিত করার অঙ্গিকার করে ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ী।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদের হলরুমে ৮টি স্টল করে। বিভিন্ন স্টল পরির্দশন করে কথা বলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী