বাবুগঞ্জ প্রতিনিধি : নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন ছিলো সমবায় উন্নয়ন। তিনি জানতেন সমবায়ের মাধ্যমে গরিব, দুঃখি প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সমবায় কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠার সাথে কাজ করছি। সারা দেশে প্রতিষ্ঠিত ১০ টি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের একটি বরিশালের মুলাদীতে । এই প্রকল্প কিন্তু এখানে এমনি আসে নাই। আপনাদের প্রাণের মানুষ ড. হারুন অর রশিদ এর চেষ্টায় এসেছে। বাংলাদেশ বিভিন্ন সংস্থা কিন্তু লোন দেয়। বিনিময়ে বড় অংকের সুদ নেয়। আর বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড লোন দেয় শতকরা ৩ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে। আপনার যারা এই সমিতির সকল সদস্য কিন্তু লাখো পতি। আমাদের টাকা ও সম্পত্তির দিক থেকে ধনী হলে হবে না । আমাদের মন মানসিকতায় ধনী হতে হবে। আমরা যদি মন মানসিকতায় ধনী না হতে পারি তাহলে নিজের উন্নতি করা যাবে না। পরিবারের উন্নয়ন হবে না, আমাদের দেশের উন্নয়ন হবে না। মাননীয়া প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে’। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের চরকমিশনারে বঙ্গবন্ধু গনমুখী সমবায় ভাবনার আলোকে মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং আবর্তক ঋণের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,’ শুধু ঋণ নিলেই হবে না এটাকে কাজে লাগাতে হবে। নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। আমরা চাই শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে দিতে। মডেল গ্রামের মানুষের আধুনিকায়নে যা প্রয়োজন সব কিছু করছি আমরা। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন’। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক,অতিরিক্ত সচিব ড.মোঃ হারুন অর-রশিদ বিশ্বাস ,বরিশাল বিভাগীয় সমবায় কার্যলায় যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন, বঙ্গবন্ধু গনমুখী সমবায় ভাবনার আলোকে মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প পরিচালক মোঃ হেলাল উদ্দিন। এসয় আরো বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী তানজুর রহমান, মুলাদী কৃষক লীগের সাধারণ সম্পাদক বদরুল জামান বদরুল। এরপর বঙ্গবন্ধু মডেল গ্রাম চরকমিশন কমিউনিটি ভবনের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সমিতির ৭০ জন সদস্যের মাঝে ৬০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত