বাবুগঞ্জ প্রতিনিধি : সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন (এমপি) বরিশাল বিমান বন্দরে পৌছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার বিকাল সারে চারটায় বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে এসে পৌছায় তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে উঞ্চ অভ্যর্থনা জানান। রাশেদ খান মেনন কে বিমান বন্দর ভিআইপি লাউঞ্জে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপ পরিচালক একেএম আক্তার উজ জামান মামুন, বাবুগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, বরিশাল প্রবেশনাল শ্যামল সেন গুপ্ত প্রমুখ। এর পর বিমানবন্দর থেকে বের হলে নবগঠিত বাবুগঞ্জ ছাত্র মৈত্রী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মুজাম্মেল হক ফিরোজ, মোতালেব হোসেন, রনি খান, কামাল হোসেন, রুবেল সরদার প্রমুখ। জানাযায়, শুক্রবার সকালে রাশেদ খান মেনন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বোর্ডে ও বিকালে বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় উপস্থিত থাকবেন তিনি। জাতীয় নির্বাচন কে সামনে রেখে রাশেদ খান মেননের এই সফর গুরুত্ববহন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত