রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ারকে ১২ বছর পরে গ্রেফতার করেছে চরমোন্তাজ পুলিশ ফাড়ির একটি দল। বুধবার দিবাগত রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মো. মজিবর খান এর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ পুরাতন বাজার থেকে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান ও এ এস আই বেল্লাল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ২০১১ সালে তার নামে চাঁদাবাজি ও ডাকাতির মামলা হয়। তাকে পাঁচ বছরের সাজা দেয় আদালদ। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. নাজমুল হাসান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত