বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে চার ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি করা হয়েছে। রোববার (২২ আগস্ট) বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম কামাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য নতুন আংশিক কমিটির অনুমোদন দেয়।
ইউনিয়নগুলো হলো রহমতপুর সদর ইউনিয়ন, মাধবপাশা ইউনিয়ন, দেহেরগতি ইউনিয়ন, চাঁদপাশা ইউনিয়ন।
রহমতপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ নিজাম উদ্দিন(রাজিব) ও সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান আসলাম। মাধবপাশা ইউনিয়নে সভাপতি মোঃ সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক টি এম কাওসার। দেহেরগতি ইউনিয়নে সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন আকন। চাঁদপাশা ইউনিয়ন সভাপতি সৈয়দ আনিচুর রহমান (সুরুজ) ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার পেয়েছেন ।
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বলেন, ‘কমিটি গঠনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগ আরো গতশালী হবে। এর আগে দুইটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি চারটি ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন হলো।