বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু কে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল এর বিচারক চন্দন কান্তি নাথ স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়। এতে বলা হয় আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।নোটিশ প্রহীতাকে জানানো যাচ্ছে যে, ২৫/১২/২০২৩ইং তারিখে আনুমানিক রাত ৮:০০-১১:০০ ঘটিকার সময় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নির্বাচনি উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড হিজলারপুল এলাকায় ভোটারদের প্রভাবিত করার জন্য খিচুড়ি বিতরনের মাধমে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। উক্তরূপ আপ্যায়ন গগপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর (২খ) অনুসারে ঘুষ আদান-প্রদান সংকান্ত অপরাধ হয়। কেননা উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৫(২) অনুসারে কোন ব্যক্তি ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত হবেন যদি তিনি স্বয়ং বা তাঁর পক্ষে অন্য কোন ব্যক্তির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে বকশিশ (উক্ত অনুচ্ছেদের ব্যাখ্যায় বকশিশ অর্থে আর্থিক বা অর্থে নিরূপণযোগ্য বকশিশ এবং সর্ববিধ আপ্যায়ন বা নিযুক্তি অন্তর্ভুক্তি হবে উল্লেখ আছে।) প্রদান করেন, বকশিশ গ্রহণ করেন বা করতে সম্মত হন বা চুক্তিবদ্ধ হন। উক্ত কারণে আপ্যায়ন তথা ঘুষ প্রদানের জন্য কোন ব্যক্তি অনুচ্ছেদ ৭৩ (২খ) এবং ৭৫(২) অনুসারে দুর্নীতি অপরাধে দোষী সাব্যস্ত হবেন এবং অনধিক ৭ (সাত) বৎসর এবং অন্যুন ২ (দুই) বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ডেও দন্ডিত হবেন মর্মে উল্লেখ আছে। তাই আপনি বা আপনার প্রতিনিধি কর্তৃক এরূপ আপ্যায়ন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) এবং ৭৫(২) এর সুস্পষ্ট লঙ্গন বিধায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে কেন পাঠানো হবেনা সে মর্মে আগামী ৩০/১২/২০২৩ তারিখে সকাল ১০:০০ ঘটিকায় সময় স্বশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত