DailyBarishalerProhor.Com | logo

৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বি.সি.সি. প্রিন্সিপাল কাপের উদ্বোধন করেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রাইহান আহমেদ

প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৪, ২১:২৭

বি.সি.সি. প্রিন্সিপাল কাপের উদ্বোধন করেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রাইহান আহমেদ

বাবুগঞ্জ প্রতিনিধি \ বরিশালের বাবুগঞ্জে বি.সি.সি. প্রিন্সিপাল ক্রিকেট কাপ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ পিএসসি-ই বেঙ্গল ফিতা কেটে ও ব্যাটিং করে এ টুর্ণামেন্ট’র উদ্বোধন করেন। শুক্রবার বিকালে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের আগে অধ্যক্ষ লে. কর্ণেল রাইহান আহমেদ তার বক্তব্যে বলেন, খেলাধূলা শারিরীক ও মানুষিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। স্মার্টফোনে আসক্ত না হয়ে যুবকদের মাঠে ফিরে আসতে হবে। এ অঞ্চলের যুবকদের অনুপ্রেরণা যোগাতেই এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এধরণের টুর্ণামেন্টের আয়োজন অব্যহত থাকবে’। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মনিরুজ্জামন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জমাদ্দার, আক্কেল আলী জমাদার, এ কে আজাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বরিশাল ক্যাডেট কলেজ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, ক্যাডেট কলেজ অধ্যক্ষ এধরণের আয়োজন করায় প্রসংশিত হয়েছেন। তিনি শুধু ক্যাডেটদের নিয়ে ভাবেন না, আমাদের যুবসমাজ নিয়েও ভাবেন বলেই এই ধরনের উন্মুক্ত টুর্ণামেন্টের আয়োজন করেছেন। দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা থেকে ১৬ টি দলের অংশগ্রহণে করছে। উদ্বোধনী খেলায় ক্যাডেট কলেজ ক্যাম্পাস ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান করেন। জবাবে রুহান একাদশ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে বিজয় লাভ করেন। বিজয়ী দলের মোঃ মনির হোসেন ৫০ রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন সিরাজ, সুজন, শুভ, মুরাদ, রাসেলসহ স্থানীয়া যুবসমাজ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।