আল-আমিন,বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জে বিনামূল্যে পাঁচশত রোগীকে চক্ষুু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ইউনিকল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জের কৃতী সন্তান মামুন খান এর অর্থায়নে ও সার্বিক সহযোগীতায় বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মাধবপাশা ইউনিয়নের মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার হলরুমে এ সেবা দেওযা হয়।
সেবাগ্রহীতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। এছাড়া চশমা দেওয়ার সেবাসহ যাদের চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পে ছানি অপারেশন রোগীর সংখ্যা ৪০ জন
সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা শত শত মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। একটি বুথ থেকে বিতরণ করা হচ্ছে চশমাসহ ওষুধপত্র। অন্য বুথ থেকে দেওয়া হচ্ছে চক্ষু চিকিৎসা। বাবুগঞ্জ উপজেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন বিনামূল্যে চোখের উন্নত চিকিৎসা সেবা নিতে।
শনিবার সকাল থেকে বিদ্যালয় হলরুমে উপস্থিত হয়ে সেবা দেওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে- ইউনিকল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জের কৃতী সন্তান মামুন খান।
মামুন খান বলেন, মানুষের সেবা করতে পারা মহৎ কাজ। যার জন্যই গ্রামের অসহায় রোগীদের খোঁজ নিয়ে এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এ সব অসহায় রোগীরা যথাযথ সেবা পেয়েছেন। আরও প্রায় ৪০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছে। আজকে তাদের ছানি অপারেশন করা হবে। আমি পুরো উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে বিনামূল্যের এই সেবা পৌঁছে দেবো। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে উন্নত চোখের সেবা পেয়ে কাজী মনির হোসেন বলেন, ‘ডাক্তার সাহেবরা ভালোভাবে আমার চোখ দেখছে। এখন বলেছে, আমার চোখের ছানি অপারেশন লাগবে। তারা নিজেরাই আমাকে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে বাড়ি পৌঁছে দেবে। দোয়া করি মহান আল্লাহ মামুন খানকে ভালো রাখুক। অনেকদিন চোখ নিয়া কষ্টে ছিলাম। টাকার জন্য ডাক্তার দেখাতে পারিনি। মামুন খানের কারনে আজকে চোখের চিকিৎসা করাতে পারছি।