বাবুগঞ্জ প্রতিনিধিঃ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জের পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় সভাপতি এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। অনুষ্ঠান উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতী, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান (সবুজ), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্না আহ্বায়ক মোঃ ওমর ফারুক বাবুল আকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শামীম খান, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মোল্লা , চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আলাউদ্দিন রাজ, চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জানা গেছে পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতায় সব অর্থ ও সহযোগীতা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ হুমায়ুন কবির।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত