বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীর শিকারপুর সেতুর রাকুদিয়া ও গুচ্ছ গ্রাম কালীবাড়ি খেয়াঘাট এলাকা সাড়াশি অভিযানে চালিয়ে প্রায় তিন লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেন।
অভিযান উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম প্রমুখ।
বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোমোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন চলছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত