বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার রামপট্রি এলাকায় লাইসেন্সবিহীন যান পরিচালনা করার অপরাধে বাস, ট্রাকের চালকদের মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক অর্থদন্ড করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩টি মামলার বিপরীতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জাটকা পরিবহন করার অপরাধে দুই ব্যাক্তিকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা দেয়া ব্যাক্তিরা হলেন মোঃ রুমান,মোঃ আল-আমিন, হাসান খান, মোঃ সোহেল,মোঃ বাচ্চু।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাস জানান, জেলা প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল এবং বিআরটিএর কর্মকর্তারা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত