বাবুগঞ্জ প্রতিনিধি ॥ ৫ জুন অনুষ্ঠেয় বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপনকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। শুক্রবার সন্ধায় নিজ ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনীয় উঠান বৈঠকে এ ঘোষণা দেন তিনি।
উঠান বৈঠকে মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন,বাবুগঞ্জ উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি, মো: দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ করিম লাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ছাত্রমৈত্রীর সাবেক সহ-সভাপতি সুজন আহম্মেদ,মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনসহ উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পাটি ও ওয়ার্কাস পার্টি নেতাকর্মীরা।
প্রধান অতিথি দুলাল বলেন, আমার ব্যক্তিগত কারনে বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করিনি। আমার রাজনীতির অভিভাবকের নির্দেশে এবার আমি সরদার মোঃ খালেদ হোসেন স্বপনকে সমর্থন দিলাম। আপনারা ঐক্যবদ্ধ হয়ে স্বপনের বিজয় নিশ্চিত করবেন বলে আশা করি। বাবুগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চেয়ারম্যান প্রার্থী এসএম খালেদ হোসেন স্বপন এর কাপ-পিরিচ প্রতীকে ভোট দিন।
উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে স্বপনকে বিজয়ী করার বিকল্প নেই। অনেকে অনেক কথা বলবে , তাদের কথায় কান না দিয়ে। আগামী ৫ জুন কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে স্বপনকে বিজয় করবেন। আমি আশা করি স্বপন সবসময় মাধবপাশা বাসীর পাশে থাকবে। আমার জীবন যত দিন আছে, আমি তত দিন আপনাদের পাশে আছি।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত