আল-আমিন ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলায় মোট ৫৪ কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। পরে রাত ৯ ঘটিকায় উপজেলা নির্বাচন কন্ট্রোল রুমে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ নির্বাচনি ফলাফল ঘোষণা করেন।
এতে চেয়ারম্যান পদে ফারজানা বিনতে ওহাব আনারস প্রতীক নিয়ে ২৮৫১৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১১৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল তালা প্রতীক নিয়ে ২৪৮১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাদিসুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত জাহান তাপসি ফুটবল প্রতীক নিয়ে ২৬৪৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মৌরিন আক্তার আশামনি হাঁস প্রতীক নিয়ে ২৫৪০৫ ভোট পেয়েছেন।
নির্বাচনি ফলাফল ঘোষণা সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান, উপজেলা প্রকৌশলী এমামুল হক আলিম,বরিশাল এয়ারপোর্ট থানার (ওসি) এস এম মাসুদ আলম, বাবুগঞ্জ থানার (ওসি) এস এম মাকসুদুর রহমান প্রমুখ।
বিজয়ী প্রার্থী ফারজানা বিনতে ওহাব বলেন, এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় বাবুগঞ্জ উপজেলা বাসীর। আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আমরা আগামীর বাবুগঞ্জে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত