DailyBarishalerProhor.Com | logo

৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালে ভেসে যাচ্ছিল এক শিশু, বাঁচাতে গিয়ে নিখোঁজ অন্যজনও

প্রকাশিত : জুন ১১, ২০২৪, ২৩:৩১

খালে ভেসে যাচ্ছিল এক শিশু, বাঁচাতে গিয়ে নিখোঁজ অন্যজনও

প্রহর ডেস্ক ।। চট্টগ্রাম নগরের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফিশারিঘাট এলাকার চাক্তাই খালের স্লুইসগেটের পাশে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি। তাৎক্ষণিকভাবে ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বিকেল চারটার দিকে দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। পরে স্রোতের কারণে সেও ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বৃদ্ধ চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে খালে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে প্রায় চার ঘণ্টা খোঁজ করেও দুই শিশুকে পাওয়া যায়নি।

লামারবাজার ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, প্রায় চার ঘণ্টা খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান এদিনের মতো শেষ করা হয়েছে। কাল সকালে আবারও অভিযান শুরু হবে। তবে অভিযানের সময় দুই শিশুর কোনো অভিভাবককে পাওয়া যায়নি।

এর আগে গত রোববার নগরের আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে মারা যায় জসিম নামের সাত বছর বয়সী এক শিশু। গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের পর নগরের আছদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়। গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।