DailyBarishalerProhor.Com | logo

৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পুলিশকে নতুন আদলে দেখতে চাই

প্রকাশিত : আগস্ট ১২, ২০২৪, ০০:৫৩

বাবুগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পুলিশকে নতুন আদলে দেখতে চাই

আল-আমিনঃ বাবুগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা ও বাবুগঞ্জ ডিগ্রী কলেজর অধ্যক্ষ এর সাথে সাক্ষাৎ করেছে বাবুগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

রবিবার (১১ আগস্ট) বেলা ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাবুগঞ্জ থানার সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীবৃন্দ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছি। বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আমাদের যুদ্ধের সমাপ্তি হয়নি। পারা মহল্লায় নতুন করে স্বৈরাচার উদ্ভব হচ্ছে। বাবুগঞ্জে নতুন করে চাঁদাবাজ, দখলদারের উদ্ভব হচ্ছে। আমরা ছাত্ররা একত্রিত হয়ে এই দখলদারদের প্রতিহত করতে চাই। আমরা গতকাল থেকেই বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পরিচ্ছন্নতা ও বাজার মনিটংর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, পুলিশ রাষ্ট্রীয় বাহিনী। তারা দেশের নিরাপত্তার জন্য, নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নতুন সরকার গঠন হয়েছে। এখন বাংলাদেশকে বা আমাদের এই উপজেলাকে নতুন করে গড়ে তোলার সময়। আমরা আমাদের প্রশাসনকে নতুন আদলে দেখতে চাই।

পরবর্তীতে বাবুগঞ্জ থানা ওসি মাকসুদুর রহমানের সাথে ছাত্র আন্দোলনের সদস্যদের সাক্ষাৎ হয়। এই সময় ছাত্রদের উদ্দেশ্যে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মাকসুদুর রহমান বলেন, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম। আমরা আগামীতেও থাকবো জনগণের নিরাপত্তায় জনগণের সেবায় আমরা কাজ করে যাব। গত কিছুদিনের ঘটনার প্রেক্ষিতে এখন পুলিশের নিরাপত্তার জন্য আপাতত বাইরে যাচ্ছি না। এলাকার জনসাধারণ যারা আছে, ছাত্ররা সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা আছেন সকলেরই আমরা সহযোগিতা চাই, যাতে আমরা জনগণের সেবায় কাজ করে যেতে পারি। আমরা আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেন, আমরা প্রশাসনকে নতুন আদলে চাই। মানুষের সেবা করা হলো পুলিশ প্রশাসনের কাজ। আমরা সবাই আশা করছি পুলিশ প্রশাসন সেই জায়গা থেকেই কাজ করবে। বলি অনেক সিদ্ধান্তের কবলে পুলিশকে পড়তে হয়, অনেক ক্ষেত্রে প্রশাসন বাধ্য হয়। কিন্তু এই সকল বাধা বিপত্তির ঊর্ধ্বে গিয়ে প্রশাসন জনতার পক্ষে যাবে এটাই আমাদের দাবি।

কলেজ প্রশাসনের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেন ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে হবে। এই রাজনীতির শিকার স্টুডেন্ট, শিক্ষক সবাইকে হতে হচ্ছে। ক্যাম্পাসে আর কোনো প্রকারের রাজনীতি চাইনা। এছাড়া ছাত্র আন্দোলনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরা থাকলে অন্যান্য সাধারণ স্টুডেন্টরা শান্তিতে থাকতে পারবেনা। তাছাড়া হলে সকল ধরণের পলিটিক্যাল নোংরা রাজনীতি চলে সেটার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ৫টি দাবি সম্বলিত করেন। দাবির মধ্য মীরগঞ্জ-মুলাদীসহ খেয়া ঘাটে থেকে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর স্থানীয় শিক্ষার্থীদের জানাতে হবে। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নিতে হবে । উপজেলার যে সব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে অভিযান পরিচালনার করতে হবে।

এ এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।

বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর রাস্তা পরিস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বাজারগুলোতেও মনিটরিং কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, মনিটরিংয়ে তারা বাজারে সঠিক মূল্য তালিকা প্রদর্শন হচ্ছে কিনা, সেই দরে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটা যেমন দেখছেন, তেমনি মেয়াদোত্তীর্ণ পণ্য বেচা-বিক্রিরোধেও ব্যবসায়ীদের সতর্ক করেছেন। পাশাপাশি ভোক্তার অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, যা পরবর্তী সময়ে কার্যকর করা হচ্ছে কিনা, সেটিও মনিটরিংয়ের মাধ্যমে দেখা হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।