বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল সদররোডস্থ জেলা বিএনপির অফিস পোড়ানো মামলার আসামী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আকনের বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপাশা ইউনিয়নের রোর্ড স্কুল এলাকা থেকে মিছলটি বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যলয় সামনে গিয়ে শেষ হয়। এসময় এলাকার দুই শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয় । এ সময় চাঁদপাশা ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল আকনকে পদত্যাগ করতে নানা স্লোগান দেন। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার দুলাল আকন সরকারি সকল বরাদ্দে স্বজনপ্রীতি করেছে। তার পরিবার ও আত্মীয় স্বজনের বাইরে কাউকে কোন ধরনে সুবিধা দেয় নি। তার অপকর্মের বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই কোন না কোন মামলায় আসামী করা হয়েছে। ভিন্নমতের হওয়ায় নিজের খালুও তার অত্যাচার থেকে রক্ষা পায়নি। আমরা এই আওয়ামী মেম্বারের বহিষ্কার চাই। সে ভালো লোক হলে সরকার পতনের পর পালিয়েছে কেন? এলাকার অনেকেই আওয়ামী লীগ করে কেউতো তাদের উপর ক্ষিপ্ত নয়। এলাকায় কয়েকটি পরিবারের উপর হামলা করে জিম্মি করে রাখার নজির রয়েছে ইউপি সদস্য দুলাল আকনের বিরুদ্ধে’। দুলাল আকন ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, বিএনপির নেতাকর্মী নামে মিথ্যা মামলা সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে তাই আমার এই মেম্বরকে চাই না। বিক্ষোভে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুবেল সরকার, বিএনপি নেতা মোহন হাওলাদার, সোহেল নিগাবান প্রমুখ। অভিযোগ নিয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ীর কাছে গেলে তিনি বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত