বাবুগঞ্জ প্রতিনিধি॥ তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নিবন্ধন ও প্রতীক হিসেবে ট্রাক মার্কা প্রাপ্তিতে বরিশালের বাবুগঞ্জে আনন্দ মিছিল,মটরশোভা যাত্রা,পথসভা ও লিফলেট বিতরন করেছে দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বিমানবন্দর মোড় এলাকা থেকে মটরশোভা যাত্রা বের করা হয়। পরে মটরশোভা যাত্রাটি উপজেলার ৬টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন হাট এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন- বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদেও সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন,মোঃ রনি মোল্লা,মোঃ শহিদ পাঅওয়ান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, বাবুগঞ্জ গণ অধিকার পরিষদের সমন্নয়ক রানা আহম্মেদ,বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শহীদুল ইসলাম আকাশ, উপজেলা যুব অধিকার পরিষদেও সহ-সভাপতি জুয়েল আকন, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্না সাধারন সম্পাদক মোঃ আশিক হাওলাদার, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, ,রেজাউল খান, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মাসুম হাওলাদার,উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নয়ন হোসেন নিলয়, সিনিয়র সহÑসভাপতি শাহাদাৎ হোসেন, সাধারন সম্পাদক কে এম আল আমিন সাংগঠনিক সম্পাদক এইচ এম রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের জাকির হোসেন, ছাত্র অধিকার পরিষদ নেতা শিমুল ঢালী প্রমুখ। এসময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের না
না তালবাহানায় এতদিন নিবন্ধন আটকে ছিল। ছাত্র জনতার সংগ্রামের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে আমরা খুশি হয়েছি। জননেতা ভিপি নুরুল হক নুর এবং রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন যাবত গণ অধিকার পরিষদ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। তারপর ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ভিপি নুরের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছিল।
আমরা সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদের নিবন্ধন দেয়া হয়নি। গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দল। এখন আমরা নিবন্ধন পেয়েছি।
আমাদের প্রতীক ট্রাক। আগামীর রাষ্ট্র প্রতিষ্ঠায় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদের নেতৃত্বে ট্রাক মার্কা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দে মিছিল ও লিফলেট বিতরনে প্রায় ৩শত কর্মী সমর্থক অংশ নেয়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত