DailyBarishalerProhor.Com | logo

১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা ছিলো অবৈধ–গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে

প্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৪, ১০:৩১

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা ছিলো অবৈধ–গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে

আল-আমিন,বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণ-সমাবেশে করা হয়। বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-যুগ্না মহাসচিব মোঃ আমিনুল ইসলাম।

গন সমাবেশে বাবুগঞ্জ উপজেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুগ্না সাধারন সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ ওসমান গনি, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন প্রমূখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ , উপজেলা ও ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সামনের নির্বাচন দুর্নীতি মুক্ত, কারচুপি মুক্ত নির্বাচন চাই। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই।

নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না শুধু মার্কা থাকবে, দল থাকবে। তাহলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। ভোটারা মার্কায় ভোট দিবে, দলকে ভোট দেবে।

তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন পীর সাহেব চরমোনাই প্রস্তাবিত পি আর পদ্ধতিতে করার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ দেশকে যে পার্যায় নিয়েছে দীর্ঘ ১৬ বছরে এ দেশের মানুষ ভোট দিতে পারি না। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা ছিলো অবৈধ।

তারা শুধু দুর্নীতি করে বাহিরে টাকা পাচার করেছে।দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে । ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল শ্রেণি পেশার মানুষদের ঐক্যবদ্ধ করে সকল অরাজকতা রুখে দিয়ে একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলা হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।