বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাবুগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লি: ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকা উপদেষ্টা আবুল কালাম আজাদকে সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ওই কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত এক পরিপত্রে ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে এস এম শফিউল্লাহ মনোনীত করা হয়েছেন। চিঠিতে বলা হয় সভাপতি আবুল কালাম আজাদ ও এস এম শফিউল্লাহ বিদ্যুৎ সদস্য, পদাতিক বলে অধ্যক্ষ সদস্য সচিব, শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি ও সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা অথবা দাতাদের মধ্য থেকে একজন সদস্য নিয়ে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আগামী ৬ মাস এই কমিটির মেয়াদ বহাল থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করার কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অপরদিকে নতুন এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ নতুন এডহক কমিটিতে দাতা সদস্য হিসেবে মনোনীত করেছেন বাবুগঞ্জ উপজেলা বিত্রনপির যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদারকে।
এদিকে, এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লি: ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থীসহ অনেকও।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত