DailyBarishalerProhor.Com | logo

১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে কমিটি করা হবে— মাধবপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা

প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪, ১৭:২৪

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে কমিটি করা হবে— মাধবপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা

আল-আমিন,বাবুগঞ্জ ॥ বরিশাল বাবুগঞ্জ উপজেলার ৭নং মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মেয়াত উত্তীর্ণ কমিটি গঠন নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার মাধবপাশা স্কুলে ইউনিয়ন বিত্রনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ১৭ বছরের জ্বালা। কয়দিনে মিঠালে চলবে না।

ধৈর্য ধরতে হবে। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক হমলা মামলার শিকার হয়েছি। বিএনপির অনেক নেতা মামলার আসামী হয়েছে। অনেক নেতা কর্মী ঈদে, জানাজায়, আত্মীয়-স্বজনের অসুস্থতায়ও আসতে পারেনি। তাই বলে ১৭ বছরের বিএনপি’র জনপ্রিয়তা এক পারসেন্ট কমাতে পারেনি, বরং জনপ্রিয়তা আরো বেড়েছে।

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে।

এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসাথে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে, বিএনপি’র দিক হচ্ছে সাধারণ মানুষ।

সভাপতিত্বে বক্তব্য সুলতান আহম্মেদ খান বলেন শেখ হাসিনা সরকারকে যারা সমর্থন দিয়ে সুবিধা নিয়েছে বিএনপিতে তাদের ঠাঁই নাই। দলের ভিতরে আবর্জনা থাকলে তাদের আশ্রয় দেওয়া যাবে না। দলকে সুসংগঠিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে কমিটি করা হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফারুক, মো. নজরুল ইসলাম বাদশা, কাজী নজরুল ইসলাম মিলন,আরিফুর রহমান শিমুল শিকদার,আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুল ইসলাম, দুলাল চন্দ্র শাহ শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আজাদ বিস্বাস,সদস্য সচিব মো. কামরুজ্জামান সোহাগ,বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি সবুজ আকন, মাধবপাশা ইউনিয়ন ও ওয়ার্ড বিত্রনপির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,মহিলাদলসহ বিভিন্ন নেতাকর্মীরা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।