বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন। তিনি বলেন, মঙ্গলবার আড়িয়াল খাঁ নদীতে দিনে দুইটি টিমে একটিতে ভূমি কর্মকর্তা ও অপরটিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়িয়াল খাঁ নদী থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে ৭ দিন করে জেল ও ১৫০০০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ১৫ কেজির মতো ইলিশ দুইটি এতিমখানা ও পাড়ে দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত