বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা মোকাবিলায় প্রস্তুতি গ্রহনের জন্য বাবুগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা (জুম প্লাটফর্ম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।
ভার্চুয়াল জরুরি সভায় বক্তব্য রাখেন,বাবুগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর হাফিজ মোঃ আসাদ,বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্রোর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান, সাংবাদিক ,ইউনিয়ন পরিষদের সচিব গন।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। এছাড়া সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে।
সভাপতি ইউএনও শাকিলা রহমান জানান, ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্ততি নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হবে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন । এ ছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুকনো খাবার, মোমবাতি, ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট প্রস্তত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিজ এলাকায় অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত