বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমানকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে বেলা সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় তাঁকে হস্তাস্তর করে এয়ারপোর্ট থানা পুলিশ। ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বরিশাল জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আসামি ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিস্ফোরক ও নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার (ওসি) জাকির শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় তাঁকে হস্তাস্তর করা হয়। আর আগে (২ অক্টোবর) বুধবার একই মামলায় বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত