বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ ইসলামিক প্রি- ক্যাডেট মাদ্রাসা আয়োজনে শিক্ষা প্রদর্শনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের পাচঁ রাস্তা এলাকায় মাদ্রাসার মাঠে শিক্ষার্থীরা ইসলামিক সংগীত,হামদ,নাত ও সচেতনতামূলক শিক্ষা প্রদর্শনী করেন।
শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম।
প্রদর্শনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সোহাইল এন আলী খান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, উপদেষ্টা ডঃ মুহাম্মদ সিদ্দিকুর রহমান পান্নু। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিনসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন রহমাতপুর বাসস্ট্যান্ড মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ রাহমাতুল্লাহ।
আর আগে শিক্ষার্থীরা মৃত্যু ব্যক্তিদের গোসল ও জানাজার নামাজ আদায়ের দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত