বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন (৩২) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের মোঃ আব্দুস ওয়াহাবের ছেলে। ঢাকা আদালতে একটি মাদক মামলায় আরিফ হোসেনের ৭ বছর সাজা হয়েছিল।
বাবুগঞ্জ থানার (এএসআই) মোঃ রেজাউল কবির জানান, আরিফ হোসেন ২০০৮ সালে মতিঝির থানায় একটি মাদক মামলায় আসামি হন। ওই মামলায় তার ৭ বছরের সাজা হয়। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আরিফ হোসেনের নামে জিআর মামলায় ৭ বছর সাজা হয়েছে। সাজা রায়ের পর থেকে আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত