বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটা সময় ছিলো গ্রামের লোকদের লবন ও কেরোসিন ছাড়া কিছুই ক্রয় করতে হতো না। পুকুর ভড়া মাছ, জমিতে ধান, বাড়ির উঠানে সবজিসহ প্রয়োজনীয় সব কিছুই বাড়িতে উৎপাদন হতো। এখন এরকম আর দেখা যায় না। বর্তমান প্রজন্ম পড়াশোনা করে চাকরি ও ব্যবসায় জড়িয়ে পরছে। তারা এখন আর কৃষি কাজ করতে চায় না।
এরকম চলতে থাকলে একসময় কৃষি কাজ করার লোক খুজে পাওয়া যাবে না। টাকা থাকবে কিন্তু কিনে খাওয়ার জন্য খাদ্য থাকবে না। বিষয়টি নিয়ে কৃষি বিভাগ কাজ করছে।
কৃষি যান্ত্রিকী করনের মাধ্যমে কম সময়ে অধিক জমি চাষাবাদ ও অধিক ফলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সমালয় পদ্ধতিতে অল্প সময়ে একজন কৃষক অনেক জমি চাষ করতে পারে। এতে খরচ কমবে এবং সময় বাচবে’।
রবিবার বিকাল সাড়ে ৪টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে আধুনিক বোরো ধানের চাষাবাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিটি বাড়ী এক একটি খামারে পরিনত করতে হবে। সরকার কৃষিতে প্রচুর পরিমাণ ভর্তূকি দিচ্ছে। সোমালয় পদ্ধতিতে চাষাবাদে বরাদ্দকৃত অর্থ আমাদের জনগনের ট্যাক্সের টাকা। অতএব বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে খরচ করতে হবে। সরকার আসবে যাবে কিন্তু দেশ থাকবে, দেশের মানুষ থাকবে। তাদের খাদ্যের নিশ্চিতার জন্য কৃষি পন্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে’।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো.মুরাদুল হাসান এর সভাপতিত্বে I উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না এর পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শর্ষে) মো. মুসা ইবনে সাইদ, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার মোহা.আব্দুর রউফ।