নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মায়ের নামে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ভেঙে ফেলেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই পার্ক বুলডোজার দিয়ে ভাঙা হয়। এ ঘটনার আধাঘণ্টা আগে বরিশাল প্রেস ক্লাবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে ছাত্র-জনতা এর আগে বুধবার দিনগত রাতে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা।
প্রয়াত সাহান আরা আবদুল্লাহ বরিশাল আওয়ামী লীগের নেত্রী ছিলেন। এছাড়া তিনি হাসানাতের স্ত্রী ও বরিশাল সিটি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএম কলেজের মূল ফটকে জড়ো হয়। এসময় তারা মহাসড়কে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ও বরিশাল প্রেসক্লাবে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার সিদ্ধান্ত নেয়। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে ছাত্র-জনতা প্রেসক্লাব ও পার্কের উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টার দিকে প্রেসক্লাবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙা শুরু হয়।
অন্যদিকে সাহানা আরা আবদুল্লাহ পার্ক আড়াইটার দিকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে প্রায় তিন ঘণ্টায় গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। এসময় স্থাপনা ভাঙতে প্রত্যেক আঘাতে আঘাতে ছাত্র-জনতাকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
আজিজুল ইসলাম নাইম বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের কোনো নাম-নিশানা এ দেশের মাটিতে থাকবে না। তারা পালিয়ে গেলেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
বর্তমান সরকারের আমলে যখন মানুষ নিশ্চিন্তে যে যার ঘরে বসবাস করছে ঠিক তখনই স্বৈরাচারী হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তার বক্তব্যের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। ফ্যাসিবাদী সব ষড়যন্ত্র রুখতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সাবেক মেয়র সাদিক তার ক্ষমতায় গায়ের জোরে মহাসড়ক দখল করে এই পার্কটি নির্মাণ করে। পার্কটি ভেঙে ফেলায় যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত