বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সমাজ সেবা অফিস থেকে নিম্নমানের হুইল চেয়ার দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন পঙ্গু বীর মুক্তিযোদ্ধা শাহ আলম।
তিনি বলেন, দুই বছর আগে হুইলচেয়ারের জন্য আবেদন করেছিলাম বাবুগঞ্জ সমাজসেবা অফিসে। তারা আজ ডেকে হুইল চেয়ার দিয়ে ছবি তুলে রেখেছে। আমাদের যে হুইল চেয়ার দিয়েছে তা একেবারেই নিন্মমানের। এই হুইলচেয়ার আমাদের কোন কাজে আসবে না। হুইলচেয়ারটি রেখে দিতে বলেন তিনি।
একই কথা বলেন মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত যুবক রাসেল খান । তিনি বলেন এই হুইলচেয়ার নিয়ে চলাফেরা করলে যে-কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে’।
বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে ১৬ জনকে নিম্নমানের এবং ব্যবহার অনুপযোগী হুইল চেয়ারগুলো প্রতিবন্ধীদের মাঝে বিতরন করা হয়। জানা গেছে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশাল থেকে বাবুগঞ্জ উপজেলায় মোট ৩০ টি হুইল চেয়ার বরাদ্দ করা হয়। যার মধ্যে ১৬ জনকে আনুষ্ঠানিক ভাবে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান বলেন, চেয়ারগুলো জেলা থেকে বরাদ্দকৃত। আমরা শুধুমাত্র বিতরণ করেছি। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চাহিদা পাঠালে তারা চেয়ারগুলো বরাদ্দ করে।
প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের বরিশাল জেলা থেরাপি সহকারি চিত্রাংশ দাস রাজু বলেন, প্রতিবন্ধী সহায়তা ও সাহাজ্য কেন্দ্র সমাজ কল্যান মন্ত্রনালয়ের একটি অফিস।
সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে যে বরাদ্দ আসে আমরা তাই বিতরণ করি। এবারের হুইলচেয়ারগুলো আগের বরাদ্দের। সরকার পতনের আগে সরকারি বরাদ্দের অবস্থা সবাই জানে। এবারেরটা তো ভালোই হইছে। আগে এর চেয়েও নিন্মমানের ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, হুইলচেয়ার জেলা থেকে সমাজ সেবা অফিসে আসে। এব্যাপারে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি শুধু অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে ছিলাম।