বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সিরিতুল মুস্তাকিম হাফিজিয়া মাদ্রাসার ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১ম তলা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়৷ আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন ‘দেশ ও জাতীর উন্নয়নে অন্যান্য শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক ভাবে ধর্মীয় শিক্ষায় এগিয়ে আসতে হবে। সে জন্য শিক্ষক গণকে নৈতিক দায়িত্ব জ্ঞান ও আদর্শবান হতে হবে।
সিরিতুল মুস্তাকিম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোঃ এনায়েত করিমের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী পরিচালক সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রীম কোর্ট বারের সদস্য মোঃ রায়হান হোসেন,মোঃ মাসুদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক অহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির নেতা হাসানুজ্জামান খোকন, কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন,সদস্য সচিব মোস্তফা দোয়ারি, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিন্টু তালুকদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্না আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত,উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম,উপজেলা জাসসের সদস্য সচিব মনির হোসেন,দেহেরগতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান উদ্দিন জালাল প্রমুখ।
পরে অত্র মাদ্রাসার উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত