নিজস্ব প্রতিবেদক !! বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের সভাপতি হিসেবে মেজবাহ উদ্দিন নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি সহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান “মেজবাহ মার্শাল আর্ট একাডেমির” প্রাক্তন ছাত্ররা। এক বিবৃতিতে বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিসহ সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
সম্প্রতি বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আনোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিয়াউল হক জিয়া।
জানা যায়, মেজবাহ উদ্দিন ১৯৯৬ সাল থেকে উশুর সঙ্গে জড়িত রয়েছেন। তিনি ২০১০ সালে ১১তম এস এ গেমসে স্বর্ণ পদক এবং ২০০৮ সালে ৩য় দক্ষিণ এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এবং বাংলাদেশ পুলিশে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ১৭তম এশিয়ান গেমস এ বাংলাদেশ উশু টিম নিয়ে অংশগ্রহণ করেন।
মেজবাহ উদ্দিন “দৈনিক বরিশালের প্রহর” কে বলেন, সভাপতি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের লক্ষ্য স্পষ্ট- বাংলাদেশে উশু খেলাধুলার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের কোচ ও খেলোয়াড় তৈরি, এবং তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সুশৃঙ্খল নেতৃত্ব, দক্ষ প্রশিক্ষণ এবং আধুনিক কৌশলের সমন্বয়ে বাংলাদেশের উশু অচিরেই আন্তর্জাতিক মঞ্চে গৌরবের সাথে স্থান করে নেবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত