স্টাফ রিপোর্টার !! বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর পুরানা পল্টনে (আর্থ ঈগলুস ড্রিম) টাওয়ারে, বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের (অস্থায়ী) কার্যালয়ে আয়োজিত অনলাইন ভার্চুয়াল সভা অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়ে থাকে।
উশু এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দের সমন্বয়ে এবং এসোসিয়েশন এর নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের তত্ত্বাবধানে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, অনলাইনে ভার্চুয়াল সভার মাধ্যমে অনলাইনে ভোটের মধ্য দিয়ে এক জমকালো আনন্দময় পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উশু এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক মাসুম এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয় জানানো হয়।
পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি পদে নির্বাচত করা হয়েছে, টানা তিন বারের স্বর্ন-পদক বিজয়ী বাংলাদেশের গৌরব, টাকার কৃতী সন্তান, মেজবাহ উদ্দিন কে। মেজবাহ উদ্দিন ২০০৮ সালে ৩য় দক্ষিণ এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে ২টি স্বর্ণ পদক অর্জন কারেন এবং পরবর্তীতে ২০১০ সালে ১১তম এস এ গেমস এ বিজয়ী হয়ে ১টি স্বর্ণ পদক অর্জন করে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে অলংকৃত করেন।
সিলেট বিভাগের সূর্য সন্তান মোঃ আনোয়ার হোসেন কে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
পাশাপাশি কক্সবাজার জেলার গর্বিত সন্তান জিয়াউল হক জিয়া কে, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-
সভাপতি, মেজবাহ উদ্দিন (ঢাকা),
সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ সাইফুল আলম রোমান (ঢাকা), সহ-সভাপতি,মোঃ সাঈদ ইবনে হায়দার চৌধুরী জনি (চট্রগ্রাম), সহ-সভাপতি, রেজাউল করিম সাদী (ঢাকা),সহ-সভাপতি, আশরাফুল আলম সুমন (নোয়াখালী)সহ-সভাপতি গৌর কর্মকার (দিনাজপুর), সহ-সভাপতি মোঃ ইসমাইল (ঢাকা), সহ-সভাপতি মোঃ আল আমিন (কিশোরগঞ্জ), সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (সিলেট), যুগ্ম-সম্পাদক এ কে এম নুরুল আমিন (ঢাকা), যুগ্ম-সম্পাদক মোঃ রাসেল আহমেদ (ঢাকা), যুগ্ম-সম্পাদক মোঃ মোতাহার হোসেন (মাগুরা),কোষাধ্যক্ষ জিয়াউল হক জিয়া (কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক ওমর আব্দুল্লাহ খাঁন জিশান (চট্টগ্রাম), সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন (ঢাকা), দপ্তর সম্পাদক বাবুল আহমদ রুবেল (হবিগঞ্জ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক মাসুম (ঢাকা), যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন (রাজশাহী), ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম সুমন (ময়মনসিংহ), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন (কিশোরগঞ্জ), মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শিখা খাতুন (রংপুর), কার্যনির্বাহী সদস্য মোঃ শাহীন (বরিশাল), সাজু উদ্দিন (চট্রগ্রাম), মোঃ তানজির আলম রিয়াদ (বগুড়া), ক্যসিং মং মারমা (বান্দরবান), মোঃ জাহিদ হোসেন (লক্ষ্মীপুর), রোমান (নরসিংদী), মোঃ ইসমাইল হোসেন (যশোর), কামরুল হাসান (কুমিল্লা), আফসানা আক্তার রিতু (ঠাকুরগাঁও) ও মোঃ ইমদাদুল কবির (রাঙ্গামাটি)।
উশু এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয় নিয়ে জানতে চাইলে, এসোসিয়েশনের নব- নির্বাচিত সভাপতি, মেজবাহ উদ্দিন দৈনিক বরিশালের প্রহর কে বলেন, এসোসিয়েশনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে,বাংলাদেশ উশু এসোসিয়েশনের অগ্রগতি, উন্নয়ন ও সংগঠন বেগবান করার লক্ষ্যে কমিটিতে, (সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ) এই ৩ টি পদে ৩ জনকে সরাসরি এসোসিয়েশনের সকল সদস্যের উন্মুক্ত প্রস্তাবনায় নির্বাচিত করা হয়,পরবর্তীতে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের তত্ত্বাবধানে, এসোসিয়েশন এর সকল সদস্য বৃন্দের সমন্বয়ে অনলাইনে ভার্চুয়াল সভায় ভোটের মাধ্যমে এক ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন হয়।
এছাড়া তিনি আরও বলেন আমি ব্যাক্তিগত ভাবে খুবই আনন্দিত, নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে আমরা অচিরেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি মনে করি এবং আশাবাদী। দেশে -বিদেশে আমার অভিজ্ঞতার আলোকে আমি মনে করি বিশ্বের অন্য সকল রাষ্ট্রের চেয়ে আমরা কোনো অংশে কম নয়,তাই আমরা-আমাদের লক্ষ্য স্পষ্ট- বাংলাদেশে উশু খেলাধুলার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের কোচ ও খেলোয়াড় তৈরি, এবং তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সুশৃঙ্খল নেতৃত্ব, দক্ষ প্রশিক্ষণ এবং আধুনিক কৌশলের সমন্বয়ে বাংলাদেশের উশু অচিরেই আন্তর্জাতিক মঞ্চে গৌরবের সাথে স্থান করে নেবে।
সংগঠনের সভাপতি, (স্বর্ন বিজয়ী) মেজবাহ উদ্দিন ১৯৯৬ সাল থেকে উশুর সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এবং (আইন শৃঙ্খলা বাহিনী) বাংলাদেশ পুলিশে কোচ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমস এ বাংলাদেশ উশু টিম নিয়ে অংশগ্রহণ করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত