DailyBarishalerProhor.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় ইউএনও অপসারণের দাবিতে পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫, ২০:০৬

গলাচিপায় ইউএনও অপসারণের দাবিতে পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের অপসারণের দাবিতে পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গলাচিপার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। খাদ্য বান্ধব, ও এম এস ডিলার নিয়োগকে কেন্দ্র করে গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদুর রহমান সিকদারের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি গলাচিপা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহ জুবায়ের আব্দুল্লাহ, তানভীর হাসান, রাশেদুল হাসান, ইয়াকুব হাসান, সাইফুল ইসলাম, নাসাউল নাসু, নাজমুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিগ্রস্ত, ইসলাম ও জনগণের শত্রু জুলাই বিপ্লবের চেতনা বিরোধী গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদুর রহমান সিকদারকে অবিলম্বে অপসারণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

পরবর্তীতে বেলা ১২ টায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা খাদ্য কর্মকর্তার পক্ষে (বিএনপি’র সাবেক সংসদ সদস্য শাজাহান খানের গ্রুপ) এবং ভিপি নূরের গ্রুপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য অফিসার স্বপদে বহাল থাকে তার পক্ষে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন (কসাই কামাল) , গন অধিকার পরিষদের সদস্য মোঃ মাইম উদ্দিন , পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মো. ইমরান হোসেন,প্রমুখ।

কামাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অত্যান্ত স্বচ্ছতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আমাদের দলের নির্দেশনায় আমরা কোন টাকা পয়সা ছাড়া ডিলারশীপ পেয়েছি। কিন্তু কিছু কুচক্রী মহল স্যারের বিরুদ্ধে স্বরযন্ত্র করছে আমরা তার তীব্র নিন্দা জানাই।

গোপন সূত্রে জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য অফিসার অনেকের কাছ থেকে ডিলারশিপ দিবে বলিয়া গোপনে উৎকোষ গ্রহণ করে।স্থানীয় লোকজনের মুখে শোনা যায়। বিষয়টি নিয়ে উপজেলায় বিএনপি, জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন, গণধিকার পরিষদ, প্রত্যেক দলের ভিতরেই কিছুটা উত্তেজনা বিরাজ করছে। উক্ত বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।