বাবুগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটিতে আসা কর্মজীবিরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সেই কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদে রাখতে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স, রেজিস্ট্রেশন ও রুটপারমিট বিহীন যানবাহন পরিচালনা, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৮টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি পরিবহনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, কর্মস্থলে ফেরা কর্মজীবিদের ঈদযাত্রা নিরাপদ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় দূরপাল্লার গাড়ির গতি যাচাইসহ গতি সীমা মেনে চলতে চালকদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিদা করেন এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত