DailyBarishalerProhor.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে পাঁচজনকে কুপিয়ে হত্যার চেষ্টা বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৫, ১৮:৫০

বাবুগঞ্জে পাঁচজনকে কুপিয়ে হত্যার চেষ্টা বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে পাঁচজনকে কুপিয়ে হত্যা চেষ্টা এবং নানারকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বরিশাল-বানরীপাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। প্রায় ঘন্টাখানে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক থেকে সড়ে যান এলাকাবাসী। এ কর্মসূচিতে এলাকার তিনশত নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচার দাবি করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা অবিলম্বে হামলায় জড়িত মান্নান গাজী,মহসিন গাজী,হৃদয় গাজী ও তামিমসহ সকলের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ এপ্রিল  রাতে উপজেলার মাধবপাশায় শাহিন ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মন্নান গাজী,মহসিন গাজী,হৃদয় গাজী। এ হামলায় শাহিনের মা, বোন ও ভাগিনা গুরুতর আহত হয়। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় শাহিনের স্ত্রী খাদিজা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। এলাকায় নৈরাজ্য যারা তৈরি করতে তারা এ সন্ত্রাসী হামলা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,শিক্ষক মিজানুর রহমান,আরিফুর রহমান , ব্যবসায়ী শহিদ তালুকদার,ইউপি সদস্য মোহাম্মদ আলি বেগ,শ্রমিক দল নেতা মন্নান হাওলাদারসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।