DailyBarishalerProhor.Com | logo

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গাবালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে তৎপর বিএনপি এবিএম মোশাররফের প্রচারণায় প্রাণ ফিরছে মাঠে-ঘাটে

প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫, ০৯:২৮

রাঙ্গাবালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে তৎপর বিএনপি  এবিএম মোশাররফের প্রচারণায় প্রাণ ফিরছে মাঠে-ঘাটে

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)ঃ

দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর দেশে ফের বইছে গণতন্ত্রের হাওয়া। ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের পর আবারও মাঠে নেমেছে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন নতুন করে সরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলো।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন রাঙ্গাবালী উপজেলার গ্রাম-গঞ্জে একের পর এক জনসভা, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ধানের শীষের পক্ষে আগাম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

গত ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত উপজেলার ভাঙনকবলিত চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া, দুর্গম চরমোন্তাজ ও মৌডুবি ইউনিয়নে একাধিক জনসভা ও পথসভা করেন এবিএম মোশাররফ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দেন। সভাগুলোতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন স্থানে রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা তুলে ধরছেন।

সভাগুলোতে এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে।

তিনিও আরও বলেন, বিগত সরকার উন্নয়নের ঢালাও গল্প শোনালেও বাস্তবে রাঙ্গাবালীর মানুষ বঞ্চিত ছিলো মৌলিক উন্নয়ন থেকে। নির্বাচিত হলে তিনি রাঙ্গাবালীকে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের মডেল উপজেলায় রূপ দিতে চান।

ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আসন্ন নির্বাচনে দলের সম্ভাবনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবিএম মোশাররফ হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি ও জনসংযোগ জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহল ও স্থানীয় নেতারা বলছেন, এবিএম মোশাররফের তৃণমূলমুখী এই প্রচারণা রাঙ্গাবালীতে বিএনপিকে নতুন করে উজ্জীবিত করছে। দীর্ঘ সময় পর বিএনপির নেতাকর্মীরা মাঠে-ঘাটে সক্রিয় হয়ে উঠেছেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।