গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের সহযোগিতায় র্যালি, হাত দোয়া ওয়াশ পয়েন্ট উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. বাহাউদ্দিন খলিফা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম প্রমুখ। এছাড়া ব্র্যাক প্রতিনিধি পলাশ বড়ুয়া, দুর্জয় দাস ও মোঃ ওবায়দুল্লাহ সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘যেখানে সারা বিশ্ব মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে হিমশিম খাচ্ছিল তখন কিন্তু এই বাংলাদেশে আমরা এই মৃত্যুর হারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তাদের তুলনায় মৃত্যুর হার কম রাখার সাফল্য দেখাতে পেরেছি। এটি কিন্তু সম্ভব হয়েছে জনগণের সচেতনতার কারণে। প্রকৃতগতভাবে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিকে থাকে। সেদিক থেকে বিশ্বের তুলনায় আমরা অনেক ভাল আছি। এই হাত ধোয়া প্রদর্শনীর লক্ষ্য হলো- সকলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সব সময় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কেননা হাত থেকেই রোগ জীবানু ছড়ায়। তাই কোন কিছু খাবার আগে পরিস্কার পানি ও সাবান দিয়ে হাত ভালভাবে ধুতে হবে।’
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
