বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং কৃষক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলার কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন কিশরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার,চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ হোসেন রাড়ি। আর আগে উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘরামীকে সভাপতি এবং মোঃ খালেদ হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মিজানুর রহমান (নান্টু বাড়ি) সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম কোতয়াল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মোল্লাকে সাংগঠনিক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা অনুমোদন করা হয়।
বিএনপির অন্যতম অঙ্গসংগঠন কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। কৃষকদল মনে করে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত।
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলম। উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক, হানিফ হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মিরাজ শরীফ প্রমুখ।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
