গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরবিশ্বাস ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার মাঠে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
বক্তব্যে হাসান মামুন বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যত, বিএনপির ভবিষ্যত ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হবে, যদি আমরা তা একসাথে মোকাবিলা করতে না পারি, তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপিও সীমাবদ্ধ হয়ে পড়বে।” তিনি আরো বলেন, ‘নির্বাচনের জোট নিয়ে নতুন ধরণের একটি খেলার সৃষ্টি হয়। জামাত ইসলামী ঐক্যজোটসহ অনেক দল ছিল। ৫ আগস্টের পর নতুন কিছু দল সৃষ্টি হয়েছে। কিছু দল বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। কিছু দল বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ২২ বছর আগে যারা বিএনপির সাথে ছিল তারা বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। যদি কোন না কারণে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে তাহলে হতে পারে জামায়েত-বিএনপি জোটবদ্ধ হতে বাধ্য হবো।’ তিনি বলেন, ‘এনসিপি –জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোট হলে অনেক দল বিএনপি থেকে বের হয়ে যেতে পারে।’
এ সময় সভায় সভাপতিত্ব করেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাকের বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু। সভায় আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, গলাচিপা পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, কেন্দ্রয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রেজাউল করিম প্রমুখ। এ ছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
হাসান মামুন আরো বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল। তাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
